বেতাগীর হোসনাবাদে বাংলাদেশ কৃষি ব্যাংক বহাল রাখার দাবিতে মানববন্ধন বিভাগঃ বেতাগী ডিসেম্বর ৩, ২০২০; ৮:৫৬ অপরাহ্ণ 223 বার দেখা হয়েছে গোলাম কিবরিয়া, বার্তা সম্পাদক : বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ জলিশা বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংক বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন হোসনাবাদ ইউনিয়নের সর্বস্তরের জনগণ। বৃহস্পতিবার সকাল ১১ টায় বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়ন চেয়ারম্যান খলিলুর রহমান খান এর সভাপতিত্বে হোসনাবাদ জলিশা বাজারের মূল সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে প্রায় দুই হাজার লোক অংশ নেয়। এ সময় বক্তব্যে রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপনসহ আরো অনেকে। বক্তারা বলেন, কোনো অবস্থাতেই বাংলাদেশ কৃষি ব্যাংক হোসনাবাদ শাখা স্থানান্তর করা যাবে না। ব্যাংকটি স্থানান্তর করা হলে প্রায় লক্ষাধিক সুবিধাভুুগী বঞ্চিত হবে। শাখাটি জলিশা বাজার থেকে স্থানান্তর করে অন্যত্রে নেয়া হলে পরবর্তীতে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানান বক্তারা। প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধন কারীরা। আরো পড়ুন : বেতাগীতে চিকিৎসক করোনায় আক্রান্তশেয়ার করতে আইকনে ক্লিক করুনTweetWhatsAppPrint ২০২০-১২-০৩ bakibillah