ভিক্ষুকের টাকা মেরে দেয়া সেই মেম্বার ও তার বাবার বিরুদ্ধে মামলা বিভাগঃ বরগুনা সদর মে ১৪, ২০২০; ১১:৫৯ পূর্বাহ্ণ 407 বার দেখা হয়েছে সৈয়দ নুর-ই আলম শোভন : ভিক্ষুকের চাল বিক্রির টাকা ঘুষ নেয়া সেই ইউপি মেম্বার শামীম গাজী ও তার বাবা কাদের গাজীর বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী কহিনুর বেগম বাদী হয়ে বরগুনা সদর থানায় মামলাটি করেন। অপর দিকে কহিনুরের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত করে তিন দিনের মধ্য প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার বুধবার দুপুরে কহিনুর বেগমকে তার কার্যালয়ে নিয়ে আসেন। তিনি তাৎক্ষণিক বিধবা কহিনুরকে নগদ ৬ হাজার টাকা, দুই বান্ডিল ঢেউটিন, বিধবা ভাতার তালিকায় নাম অন্তর্ভুক্তি, খাদ্য সহায়তা, দুর্যোগ সহনীয় ঘর এবং রেশন কার্ডের তালিকায় অন্তর্ভুক্ত করেন। এছাড়াও সরকারি সহায়তা যাতে করে মোবাইলের মাধ্যমে পেতে পারে সে জন্য একটি মোবাইল ফোন কিনে দেন তিনি। আরো পড়ুন : বরগুনায় নারী চিকিৎসক কারোনা আক্রান্তসদর থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, শামীম গাজী ও তার বাবা কাদের গাজীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা রেকর্ড হয়েছে। আমরা আসামিদের গ্রেফতারের চেষ্টা করেছি। উল্লেখ্য, বরগুনা সদর উপজেলার এম. বালিয়াতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি মেম্বার মো. শামীম গাজী রেশন কার্ড দেয়ার কথা বলে ভিক্ষুক কহিনুরের কাছ থেকে ২ হাজার টাকা ঘুষ নেন। এ বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর নিন্দার ঝড় ওঠে। শেয়ার করতে আইকনে ক্লিক করুনTweetWhatsAppPrint ২০২০-০৫-১৪ bakibillah