গোলাম কিবরিয়া:
বরগুনার তালতলীতে তুলে নিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারে অভিযোগ উঠেছে। পরে রাত ১০ টারদিকে তালতলী থানায় মামলা করতে আসে ভুক্তভোগী পরিবারটি। উপজেলার মৌরুবী এলাকায় শুক্রবার বেলা ১২ টার দিকে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তালতলী উপজেলার মৌরুবী এলাকার বাদল মুন্সির ৯ বছরের ছেলে বাসার পাশে খেলাধুলা করছিল। এমন সুযোগে কাজে লাগিয়ে জনৈক হারুন হাওলাদারের ছেলে লাদেন (১৬) নামের এক যুবক তাকে ডেকে নিয়ে পরিত্যক্ত একটা বাড়িতে নিয়ে সাব্বির নামের এক শিশুর সহযোগিতায় মৃত্যুর ভয় দেখিয়ে শিশুটিকে বলাৎকারে করে।
শিশুর মা জানান, লেকে লাদেন (১৬) নামের এক যুবক ডেকে নিয়ে বলাৎকার করেন। পরে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে এসে বলে মা আমি টয়লেটে যেতে পারি না। আমার তলপেটে খুব ব্যথা করে। তখন আমার ছেলের কাছে ভালো ভাবে জানতে চাইলে ছেলে বলেন আমাকে পাশের বাড়ির সাব্বির জোরপূর্বক ধরে রাখছে আর লাদেন বলাৎকার করছে। আর এগুলো কাউকে বললে আমাকে খুন করার হুমকি দেয়। আমার ছেলে এখন গুরুতর অসুস্থ । টাকার অভাবে আমার ছেলেকে চিকিৎসা করাতে পারছি না।
ওর বাবা গোপালগঞ্জ গেছে ধানকাটার বদলা দিতে। এখন আমি অসহায় হয়ে পড়ছি। আমি এঘটনার সুষ্ঠু বিচার চাই।
অভিযুক্ত পরিবারের সাথে যোগাযোগ করা হলে কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়া বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্যাতনের শিকার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।