সবুজের আভিজাত্য বিভাগঃ সাহিত্য মে ২৯, ২০২১; ৩:২৬ অপরাহ্ণ 746 বার দেখা হয়েছে সবুজ মোদের গাছ গুলি সব ,সবুজ তাদের ডাল সবুজ মোদের বন গুলি সব,থাকবে চিরকাল। সবুজ মোদের প্রকৃতি, সবুজে ঘেরে দেশ, চারদিকে শুধুই সবুজ, নাইকো তাহার শেষ। সবুজ মোদের নানান পাখি, সবুজ তাদের পাখা, চারদিকে সবুজের নানান ছবি আঁকা। সবুজ মোদের ফুলের বাগান,সবুজ ফুলের পাতা, চারদিকে শুনবে শুধু সবুজের কথা। সবুজ মোদের ফল গুলো সব,সবুজ ফলের সারি। সবুজ রং এ সেজে এ দেশ হইছে বাহারী। কবি :মাহমুদা মারিয়া শেয়ার করতে আইকনে ক্লিক করুনTweetWhatsAppPrintআরো পড়ুন : ঈদের দিনে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী ২০২১-০৫-২৯ BargunaOnline