মাহে রমজান (বরগুনা অনলাইন)

সৌদিতে শুক্রবার রমজান শুরু

বরগুনা অনলাইন : শুক্রবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে শুরু হবে পবিত্র মাহে রমজান। করোনাভাইরাসের কারণে সৌদি আরবের মুসল্লিরা এবার ঘরে তারাবিহ নামাজ পড়বেন।

গত বছরও রোজা ছিল ভিন্ন আমেজে। মুসল্লিদের পদচারণায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে অধিক সওয়াবের আশায় রমজানকে ঘিরে পবিত্র নগরী মক্কা-মদিনায় বাংলাদেশসহ বিশ্বের প্রায় ২০০টি দেশ থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান জমায়েত হতেন। এতেকাফে বসতো হাজারো মুসল্লি। ইফতার বিতরণ করা হতো বড় বড় মসজিদগুলোতে।

কিন্তু মহামারী করোনাভাইরাসের কারণে এবারে এক ভিন্ন আমেজে শুরু হচ্ছে পবিত্র কোরআন শরিফ নাজিলের এই মাসটি। এরই মধ্যে মসজিদে নববি এবং মসজিদুল হারামে এতেকাফ বারণ করা হয়েছে।

এই প্রথম এ দুটি মসজিদে তারাবিহ নামাজ সীমিত পরিসরে ১০ রাকাত করে আদায় করা হবে। বিগত বছরগুলোতে এখানকার মসজিদগুলোতে খতমে তারাবিহ পড়ানো হতো। লাইলাতুল কদরের মধ্যেই খতমে তারাবিহ আদায় করতেন ইমামরা।

ভিন্ন এক রমজান বিশ্বের ১৮০ কোটি মুসলিমের

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *