বরগুনা অনলাইন : বরগুনা জেলায় ১৫টি গ্রামে কাদেরিয়া চিশতিয়া তরিকাপন্থির অনুসারী দুই শ পরিবার সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করছেন। জেলার বেতাগী উপজেলার কাজীরাবাদ ইউনিয়নের গলাচিপা বকুলতলী মল্লিক বাড়ি জামে মসজিদে প্রতি বছরের মতো এ বছরও ঈদের নামাজের জামাতের আয়োজন করা হয়েছে।
রোববার সকাল সাড়ে আটটায় মল্লিক বাড়ির জামে মসজিদে অনুষ্ঠিত ঈদের জামাতে বেতাগী ও বরগুনা থেকে কাদেরিয়া চিশতিয়া তরিকার অনুসারীরা অংশগ্রহণ করেন। আমতলী উপজেলার গোজখালী খানকা শরীফেও একই তরিকার অনুসারীরা আজ ঈদ জামাতে অংশ নেন।