হাতুরি দিয়ে পিটিয়ে চাচাকে হত্যা বিভাগঃ বরগুনা সদর মে ১২, ২০২০; ৬:৩৩ অপরাহ্ণ 417 বার দেখা হয়েছে গোলাম কিবরিয়া : বরগুনায় পূর্ব শত্রুতার জের ধরে মজিবর রহমান নামের একজন হাতুরির আঘাতে নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের পশুয়া গ্রামের বাসিন্দা । স্থানীয় সূত্রে জানা যায়, দেড় মাস আগে মোবাইল চুরিকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ছেলে খোকনের সাথে বিরোধ সৃষ্টি হয় মজিবর রহমানের। মঙ্গলবার বেলা এগারোটায় বাড়ির টিউবওয়েলে গোসল করতে গেলে খোকন মিয়া হাতুরি দিয়ে পিটিয়ে তাকে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাজাহান জানান, আসামি গ্রেফতারের জন্য পুলিশের তিনটি ইউনিট কাজ করছে। আরো পড়ুন : প্রয়োজন ছাড়া বাইরে ঘুরতে বের হওয়ায় অভিনব শাস্তিশেয়ার করতে আইকনে ক্লিক করুনTweetWhatsAppPrint ২০২০-০৫-১২ bakibillah