বেতাগীতে আশ্রয়কেন্দ্রে ছাত্রলীগের ইফতার সামগ্রী বিতরণ

সৈয়দ নূর-ই আলম : সারাবিশ্বের মানুষ যখন করোনা ভাইরাসে থমকে দাঁড়িয়েছে, ঠিক তখনই সুপার সা‌ইক্লোন ‘আমফান’ বাংলাদেশে আঘাত হেনেছে । যার প্রভাব থেকে বাদ পড়েনি বরগুনা জেলার বেতাগী থানার অসহায় ও হতদরিদ্র মানুষ। প্রাকৃতিক দুর্যোগ ‘আমফান’ মোকাবেলা করতে ও মানুষের ভোগান্তি লাঘবের জন্য উপজেলা প্রশাসনের পাশাপাশি মাঠে ছিল ছাত্রলীগের কর্মীরা ।
বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে উপজেলার প্রত্যেক ইউনিয়নের আশ্রয়কেন্দ্রে (সাইক্লোন সেল্টার) আশ্রয় নিতে আসার জন্য সাধারণ লোকদের উৎসাহিত ও সহায়তা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

মহামারী করোনার প্রাদুর্ভাব মোকাবেলা করতে না করতেই প্রাকৃতিক দুর্যোগ আমফানের আবির্ভাব। এমন পরিস্থিতিতে আশ্রয় নিতে আসা সাধারণ লোকদের ইফতারের কথা ভেবে ২০ মে, বুধবার সন্ধ্যায় উপজেলাব্যাপী ছাত্রলীগ নিজস্ব অর্থায়নে  বিভিন্ন ইউনিয়নের প্রায় তিনশ রোজাদার ব্যক্তির মাঝে ইফতারের জন্য খাদ্যসামগ্রী বিতরণ করে।

উপজেলার বিবিচিনি, ঝোপখালি, কেওরাবুনিয়া, ঝিলবুনিয়া, চরখালি, ভোড়া কালিকাবাড়ি, গেরামর্দ্দন, হোসনাবাদ, জলিসাবাজারসহ প্রত‍্যন্ত অঞ্চলে এই ইফতার সামগ্রী পৌঁছানো হয়।

এ বিষয়ে বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি বি.এম. আদনান খালিদ মিথুন বলেন, আমার ব্যক্তিগত অর্থসহ অনেক ছাত্রলীগ কর্মীদের ঈদের কেনাকাটার জমানো টাকা দিয়ে আজ দুূর্যোগে আশ্রয়কেন্দ্রে আসা লোকদের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি । এ সামান্য উপহার দিয়ে সাধারণ মানুষদের পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করি।

সাধারণ সম্পাদক এনামুল ইসলাম সাব্বির বলেন, মহামারী করোনা ও প্রাকৃতিক দুর্যোগ আমফানে বেতাগী উপজেলা ছাত্রলীগ সর্বদা সাধারণ মানুষের পাশে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *