মিরাজ খান, বরগুনা : বরগুনার আমতলী উপজেলার তিন ফসলি ৫০ একর জমির অধিগ্রহণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার সকাল ১১টায় উপজেলার খুড়িয়ার খেয়াঘাট বাজারের মূল সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
বৈরী আবহাওয়ার মধ্যেও নারী পুরুষ প্রায় ২ হাজার লোকের অংশগ্রহণের মধ্য দিয়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আমতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা।
এলাকাবাসীর দাবি, তিন ফসলি জমি অধিগ্রহণ করে নেয়ার পায়তারা চালাচ্ছে পাওয়ার গ্রিড কোম্পানি। এতে করে পথে বসতে হবে ওই এলাকার গরীব অসহায় সাধারণ কৃষকদের।
তারা জানান- এই জমি অধিগ্রহণ হলে অনাহারে দিন কাটবে কৃষকদের। সামান্য জমি নিয়ে গেলে তাদের এলাকা ছেড়ে যেতে হবে অন্যত্র। এই জমি ছাড়াও ঐ ইউনিয়নের পার্শ্ববর্তী গ্রামে ব্যাপক জমি রয়েছে বলে জানান ইউনিয়নের চেয়ারম্যান মোতাহার।