বরগুনা অনলাইন : করোনাভাইরাসের উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বরগুনায় সাবেক এক উপজেলা চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তার বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন।
মৃত সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়ি আমতলীতে। তিনি একজন মুক্তিযোদ্ধা। আমতলী উপজেলা আওয়ামী লীগের নেতা ছিলেন তিনি।
তার ছেলে আমতলী পৌরসভার একজন কাউন্সিলর। তিনি বলেন, তারা বাবা নিউমোনিয়ায় ভুগছিলেন। কয়েকদিন ধরে তার জ্বর ও শ্বাসকষ্ট ছিল। বাড়িতে রেখেই চিকিৎসা চলছিল। তিনি বৃহস্পতিবার মারা গেছেন।
তাদের বাড়ি অবরুদ্ধ করা হয়েছে বলে বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানিয়েছেন।
তিনি গণমাধ্যমকে বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অসুস্থ হওয়ার পর বুধবার তার নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা।