----

কলাপাড়ায় বিএনপি নেতা মনিরুজ্জামান মনিরের ঈদ উপহার

কলাপাড়া

আহম্মেদ পাশা তানভীর, কুয়াকাটা (পটুয়াখালী) : চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণসংহারী করোনা ভাইরাসের গ্রাসে স্থবির বাংলাদেশ । এ দুর্যোগ কালে পটুয়াখালীর কলাপাড়ায় দুস্থ, অসহায়, র্কমহীন, গৃহবন্দী মানুষের জন্য কাজ করে যাচ্ছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক, পটুয়াখালী জেলা বিএনপি’র সহ-সভাপতি আলহাজ মোঃ মনিরুজ্জামান মনির।
বৃহস্পতবিার সকাল ১১ টায় কলাপাড়া পৌর শহরের মুক্তিযোদ্ধা কমান্ডার পটুয়াখালী ৪- আসনের সাবেক এমপি ও ডিডিসি মরহুম আলহাজ মোঃ মোয়াজ্জেম হোসেনের বাসভবন সবুজ ছায়া প্রাঙ্গনে ৬০০ দুস্থ, অসহায়, কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়।

আলহাজ মোঃ মনিরুজ্জামান মনিরের পক্ষে এ খাদ্য সামগ্রী বিতরণ করেণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ন-আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ -সাংগঠনকি সম্পাদক কামরুজ্জামান কামরুল । উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু , যুগান্তর কলাপাড়া প্রতিনিধি অমল মুখার্জী, কলাপাড়া পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি কবিরুল ইসলাম মৃধা, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম মিরাজ, কলাপাড়া রিপোর্টার্স এর সাবেক সভাপতি এস,কে রঞ্জন, সাবেক সহ-সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব সদস্য ও দৈনিক নয়াদিগন্ত কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা আহম্মেদ পাশা তানভীর, উপজেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *