কলা ব্যবসার অন্তরালে ফেন্সিডিল বাণিজ্য, আটক ২ বিভাগঃ বরগুনা সদর মে ১৮, ২০২০; ৪:৩২ অপরাহ্ণ 376 বার দেখা হয়েছে গোলাম কিবরিয়া,বার্তা সম্পাদক : বরগুনার শহরের আমতলা রোডে অভিযান চালিয়ে ৮ বোতল ফেনসিডিল এবং ৩৩ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে শহরের আমতলা সড়কে কুদ্দুস মাস্টারের বাড়ি থেকে এ মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনা কলেজ ব্রাঞ্চ রোডের মণীন্দ্র রায়ের ছেলে সমীর (৩৪) ও ঝিনাইদহ জেলার চাঁদপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের শামসুল হকের ছেলে সাঈদ (৩৫) কলার ব্যবসায়ের আরৎ দেয়ার জন্য দুই দিন আগে আমতলা সড়কের কুদ্দুস মাস্টারের একটি ঘর ভাড়া নেয়। গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন রাত একটায় অভিযান চালিয়ে মাদক ও নগদ ৩৩ হাজার টাকাসহ তাদেরকে আটক করে। আসামিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ। আরো পড়ুন : 'ও মারা যাওয়ার পর আমি নুডলস খেতে পারি না'এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছি। সমীরের নামে এর আগেও কয়েকটি মাদক মামলা রয়েছে । বরগুনার বিভিন্ন জায়গায় মাদক চালান করেন সমীর। বরগুনায় মাদক, জুয়া ও চাঁদাবাজদের কোন জায়গা হবে না। শেয়ার করতে আইকনে ক্লিক করুনTweetWhatsAppPrint ২০২০-০৫-১৮ bakibillah