গোলাম কিবরিয়া,বার্তা সম্পাদক : বরগুনার বামনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ঢাকা চক্ষু হাসপাতালের উপ-পরিচালক খন্দকার মহিদুল ইসলাম মোর্শেদের পিতা খন্দকার মঈনুল ইসলাম সলিম মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী ১লা জুলাই।
এ উপলক্ষে মরহুমের পরিবার বুধবার আসর নামাজ বাদ বামনার খন্দকার বাড়ী জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। সবাইকে এ দোয়ার অংশ নেয়ার দাওয়াত জানানো হয়েছে তার পরিারের পক্ষ থেকে।
খন্দকার মঈনুল ইসলাম ২০০৬ সালের ১লা জুলাই বামনা সদরের কলাাছিয়া গ্রামে নিজবাড়ীতে মারা যান।