জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বেতাগীতে খাদ্য সামগ্রী বিতরণ বিভাগঃ বেতাগী জুন ৭, ২০২০; ১২:৪২ পূর্বাহ্ণ 499 বার দেখা হয়েছে বরগুনা অনলাইন : শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বরগুনা জেলা যুবদলের সহ-সভাপতি মো: ইকবাল হোসেন বুলেট। শনিবার বেতাগী পৌরসভা ও সদর ইউনিয়নে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ৪৬ পরিবারের অসহায় মানুষের মাঝে বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- ৫ কেজি চাল,১ কেজি আলু,১ কেজি পেইজ, আধা কেজি ডাল ও তেল। এর বাইরে প্রত্যেকের মাঝে পরিচ্ছন্নতার জন্য সাবানও দেয়া হয়। বিতরণকালে তার সাথে অংশ নেন, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি জুয়েল খান, উপজেলা যুবদল নেতা শাহ জামাল মিন্টু, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সোহেল। শেয়ার করতে আইকনে ক্লিক করুনTweetWhatsAppPrintআরো পড়ুন : বেতাগীতে যুবনেতা বুলেটের ঈদ উপহার ২০২০-০৬-০৭ bakibillah