----

জেনারেল হাসপাতালের আইসোলেশনের নার্স করোনা আক্রান্ত

বরগুনা অনলাইন

গোলাম কিবরিয়া : বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের একজন সিনিয়র স্টাফ নার্স করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার এ বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেনারেল হাসপাতালের তত্তবাধায়ক ডা: সোহরাব হোসেন। এ নিয়ে এ জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪০ জনে।

বরগুনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, সদ্য করোনা ভাইরাসে সংক্রমিত এই নার্স কয়েক ধাপে বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন এ দায়িত্ব পালন করেছেন। করোনা ভাইরাসে সংক্রমিত নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালনরত অবস্থায় ছিলেন। এখন তাঁকে আইসোলেশন রাখা হয়েছে।

এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের তত্তবধায়ক ডা:সোহরাব হোসেন বলেন, ইতোমধ্যেই আমরা ওই নার্সকে আইসোলেশনে নিয়েছি। এছাড়াও তার সংস্পর্শে থাকা আরও দুই নার্সকে আমরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রেখেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *