নলী মাদরাসার প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী ১৮ মার্চ বিভাগঃ বরগুনা সদর মার্চ ৭, ২০১৬; ৮:৪৫ অপরাহ্ণ 591 বার দেখা হয়েছে উপকূলীয় জেলা বরগুনার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান নলী চরকগাছিয়া এতিম মঞ্জিল আলিম মাদরাসার আল মাহমুদ প্রাক্তন ছাত্র ফোরামের কার্যকরী কমিটির নির্বাচন ও পুনর্মিলনী আগামী ১৮ মার্চ, শুক্রবার সকাল ৯টায় মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। ছাত্র ফোরামের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ওই দিন বিকেলে ফোরামের উদ্যেগে অনুষ্ঠিত হবে তাফসিরুল কুরআন মাহফিল। পুনর্মিলনীতে অংশ নিতে ইচ্ছুকদের ০১৫১৫ ৬৯৬৭৩৮ অথবা ০১৭১৬ ৫৫৪৬৯৯ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। শেয়ার করতে আইকনে ক্লিক করুনTweetWhatsAppPrintআরো পড়ুন : বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু ২০১৬-০৩-০৭ Barguna Online