বরগুনায় পাঁচ শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা মোকামিয়া পীরের বিভাগঃ বেতাগী মে ১৪, ২০২০; ১২:৩৫ অপরাহ্ণ 461 বার দেখা হয়েছে শফিকুল ইসলাম ইরান : বরগুনা বেতাগীতে মোকামিয়া দরবারের পীর হযরত মাওলানা শাহ্ মোঃ মাহমুদুল হাসান ফেরদৌস আল মাদানী অসহায়দের মাধে খাদ্য বিতরণ করেছেন। তার নিজস্ব অর্থায়ানে বৃহস্পতিবার নিজ বাস ভবনের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে ৫ শতাধিক হতদরিদ্র অসহায় দিনমজুর পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, তেল, লবণ, চিনি, সেমাই, সাবান, ইত্যাদি বিতরণ করা হয়। এসময় তিনি বলেন- যারা এলাকার বিত্তবান ব্যক্তি আজ তাদের প্রত্যেকের উচিৎ অসহায় দিনমজুর মানুষের পাশে দাড়ানো। বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে গরীব শ্রেণীর জন্য করোনা একটি মহাদুর্যোগ হিসেবে দেখা দিয়েছে। একদিকে করোনা ভাইরাসের কারণে মৃত্যুর ভয়, অন্যদিকে ক্ষুধার জ্বালা নিবারণের তাগিদ। এই উভয় সঙ্কটের যাতাকলে এদের জীবন দুর্বিষহ ও বিভীষিকাময় হয়ে উঠেছে। আরো পড়ুন : বেড়েরধন নদীর সূর্যোদয়ের নৈসর্গিক দৃশ্য মুগ্ধতা ছড়াচ্ছেজাতির এই ক্রান্তিলগ্নে সরকারি এবং বেসরকারি উদ্যোগ এবং অনুদানের পাশাপাশি সমাজের বিত্তবান নাগরিকরা নিজেদের সুখ স্বাচ্ছন্দ সাময়িকভাবে বিসর্জন দিয়ে অকপটে মানবতার সেবায় এগিয়ে আসবেন এটাই তাদের কাছে জাতির প্রত্যাশা। শেয়ার করতে আইকনে ক্লিক করুনTweetWhatsAppPrint ২০২০-০৫-১৪ bakibillah