গোলাম কিবরিয়া, বার্তা সম্পাদক : বরগুনায় ৫০ পিস ইয়াবাসহ আলমগীর হাওলাদার নামের একজনকে আটক করেছে বরগুনা ডিবি পুলিশের একটি টিম । বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় বরগুনা শহরের আলিয়া মাদ্রাসার সামনে থেকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত আলমগীর বরগুনা সদর উপজেলার ৭ নং ঢলুয়া ইউনিয়নের কদমতলা গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের ছেলে।
এসআই আলমগীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম আলমগীরকে ৫০ পিস ইয়াবা পলিতে পেঁচানো অবস্থায় হাতেনাতে আটক করা হয়। আলমগীর ইয়াবা বিক্রি করতে আলিয়া মাদ্রাসার সামনে আসছিল । সে নিজেও ইয়াবা সেবন করে। মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আগামীকাল জেলহাজতে প্রেরণ করা হবে।