বরগুনার আলোচিত রিফাত হত্যা : মিন্নিসহ ১০ আসামি পাঁচ মাস পর আদালতে বিভাগঃ বরগুনা সদর আগস্ট ১০, ২০২০; ৫:১৪ অপরাহ্ণ 350 বার দেখা হয়েছে গোলাম কিবরিয়া, বার্তা সম্পাদক : করোনা ভাইরাসের কারণে আদালত বন্ধ থাকার পর, আজ সোমবার পাঁচ মাস পর শুরু হয়েছে বরগুনার বহুল আলোচিত শাহ নেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার বিচারিক কার্যক্রম। সোমবার সকালে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে প্রাপ্তবয়ষ্ক আসামিদের বিচারিক আদালতে এ কার্যক্রম শুরু হয়। এ সময় জামিনে থাকা মিন্নিসহ ১০ আসামি আদালতে হাজির হন। রিফাত শরীফ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি অ্যাডভোকেট এম মজিবুল হক কিসলু বলেন, আদালতে আসামিদেরকে ৭৬ জন সাক্ষীর দেয়া সাক্ষ্য পড়ে শোনানো হবে। এছাড়াও আসামিদের সাফাই সাক্ষী গ্রহণ ও কোনো কাগজপত্র জমা দেয়া হবে কিনা জানতে চাওয়া হবে। কোনো আসামির পক্ষে কাগজপত্র জমা দেয়ার না থাকলে আজকেই আদালতে বিচারিক কার্যক্রম শেষ হতে পারে। আরো পড়ুন : বরগুনায় যুবতীকে নিয়ে ফেসবুকে অশ্লীল পোস্ট, বিষপানে আত্মহত্যার চেষ্টারিফাত হত্যা মামলায় মোট ২৪ জনকে আসামি করে দুটি ভাগে চার্জশিট দেয় পুলিশ। এর মধ্যে ১০ জন প্রাপ্তবয়স্ক ও ১৪ জন শিশু। মামলায় প্রাপ্তবয়স্কদের মধ্যে মিন্নি ও শিশু আসামিদের মোট আটজন জামিনে আছেন। উল্লেখ্য, গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে শাহনেওয়াজ রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে বন্ড গ্রুপ। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশব্যাপী আলোড় ছড়িয়ে পরে। শেয়ার করতে আইকনে ক্লিক করুনTweetWhatsAppPrint ২০২০-০৮-১০ bakibillah