বরগুনা জেলা বারের প্রবীণ আইনজীবী কমল কান্তি দাস মারা গেছেন। শুক্রবার রাত ১০ টায় বরগুনা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার সকালে বরগুনা হাসপাতালে ভর্তি হন কমল। ওইদিন রাত ১০ টায় স্ট্রোক করে মারা যান তিনি।
তিনি দুই সন্তান স্ত্রীসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু শোক জানিয়েছেন।
শনিবার সকালে তার মৃতদেহ পটুয়াখালীতে গ্রামের বাড়িতে দাহ করা হয়।