বরগুনায় করোনায় আইনজীবীর মৃত্যু বিভাগঃ বরগুনা সদর আগস্ট ২৯, ২০২০; ৭:৪৮ অপরাহ্ণ 452 বার দেখা হয়েছে বরগুনা জেলা বারের প্রবীণ আইনজীবী কমল কান্তি দাস মারা গেছেন। শুক্রবার রাত ১০ টায় বরগুনা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার সকালে বরগুনা হাসপাতালে ভর্তি হন কমল। ওইদিন রাত ১০ টায় স্ট্রোক করে মারা যান তিনি। তিনি দুই সন্তান স্ত্রীসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু শোক জানিয়েছেন। শনিবার সকালে তার মৃতদেহ পটুয়াখালীতে গ্রামের বাড়িতে দাহ করা হয়। শেয়ার করতে আইকনে ক্লিক করুনTweetWhatsAppPrintআরো পড়ুন : পাঠদানকালে ধসে পড়ল শ্রেণিকক্ষের ছাদ ২০২০-০৮-২৯ bakibillah