Home » আমার বরগুনা » বরগুনা সদর » বরগুনায় গাজা চাষের অভিযোগে একজন আটক

বরগুনায় গাজা চাষের অভিযোগে একজন আটক

গোলাম কিবরিয়া,বার্তা সম্পাদক : বরগুনা সদরের গৌরিচন্না ইউনিয়নের সোনালী পাড়া এলাকা থেকে লিমন নামের এক জনকে ২০টি গাঁজার গাছসহ শনিবার সকালে আটক করেছে থানা পুলিশ। আটককৃত লিমন ২নম্বর গৌরিচন্না ইউনিয়নের খেজুরতলা গ্রামের নাসির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিলন নিজের বাড়ির সামনে একটি ফুলের টপের উপরে গাঁজার গাছ লাগায়। সেই অপরাধে তাকে পুলিশ গ্রেফতার করেছে। লিমন কয়েক বছর যাবৎ গাঁজার ব্যবসার সাথে জড়িত। ২০১৩ সালে বরগুনা সদর থানায় গাঁজাসহ আটক হয়েছিল এবং তার নামে একটি মাদক মামলা রয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ১০টার দিকে বরগুনা সদর থানার উপ পুলিশ পরিদর্শক কাজী ওবায়দুল কবিরসহ একটি পুলিশি টিম তাকে আটক করতে সক্ষম হয়। এবং তার বিরুদ্ধে গাঁজা চাষ আইনের একটি নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।