বরগুনায় নারায়ণগঞ্জ ফেরত যুবক করোনা আক্রান্ত বিভাগঃ বরগুনা সদর এপ্রিল ১৩, ২০২০; ১০:৩৪ পূর্বাহ্ণ 427 বার দেখা হয়েছে বরগুনায় নারায়ণগঞ্জ থেকে যাওয়া এক যুবক (৩৫) এর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নারায়ণগঞ্জ থেকে আগত ওই যুবক বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি ছিলেন। কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। শনিবার সন্ধ্যায় তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানিয়েছেন, করোনা শনাক্তদের বাড়ি লকডাউন করা হয়েছে। পরিবারের সব সদস্যদের করোনা পরীক্ষা করা হবে। বরগুনা লকডাউন করা হবে কিনা তা স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি। এদিকে, বরগুনায় তাবলিগ জামায়াত থেকে আসা অপর এক ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে শনিবার। ওই ব্যক্তিও জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি আছেন। আরো পড়ুন : চাল চুরিকালে হাতেনাতে খাদ্যগুদাম কর্মকর্তাসহ আটক ৭গত বৃহস্পতিবার বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম দেলোয়ার হোসেন করোনা উপসর্গে নিয়ে মারা গেলে পরদিন তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। ওই দিন থেকেই বরগুনা জেলা প্রশাসন আমতলী উপজেলা লকডাউন ঘোষণা করে। শেয়ার করতে আইকনে ক্লিক করুনTweetWhatsAppPrint ২০২০-০৪-১৩ bakibillah