Home » আমার বরগুনা » বরগুনা সদর » বরগুনায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত

বরগুনায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত

shok-dibos

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে বরগুনায়। এ উপলক্ষে সকালে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে শোকর‌্যালি শেষে শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মীর জহুরুল ইসলামের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন, বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বক্তব্য রাখেন- সাবেক এসডিও সিরাজ উদ্দীন আহমেদ, পুলিশ সুপার বিজয় বসাক, জেলা পরিষদ প্রশাসক আলহাজ জাহাঙ্গীর কবীর, সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা, পৌর মেয়র শাহাদাত হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ আবদুর রশীদসহ স্থানীয় আওয়ামীলীগ নেতা ও সুশীলসমাজের প্রতিনিধিরা।