গোলাম কিবরিয়া : বরগুনায় অসহায় ২৫০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন কুয়েত প্রবাসী হাসপাতালের পরিচালক মো. ফজলুল হক গাজী।
১১ মে সোমবার সকাল এগারোটার দিকে পাথরঘাটা উপজেলার কামারহাট এলাকার অসহায়-দুস্থ ও মধ্যবিত্ত
পরিবারের মাঝে চাল, ডাল, আলু, চিনি, লবন, পেয়াজ ইত্যাদি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- সাংবাদিক শফিকুল ইসলাম, নাজমুল খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মো.ফজলুলহক গাজী সাংবাদিকদের বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা যদি সামর্থ্য অনুযায়ী গরীবের দিকে সহযোগিতার হাত বাড়ায় তাহলে কেউ অনাহারে থাকবে না। তাই আসুন আমরা যারা বিত্তমান রয়েছি তারা সবাই মিলিত হয়ে অসহায় ব্যক্তিদের পাশে সহযোগিতার হাত বাড়াই।