বরগুনায় সঞ্চয় কর্মকর্তা করোনা আক্রান্ত, তালা মেরে পালালেন অফিস সহকারী বিভাগঃ বরগুনা সদর মে ১৫, ২০২০; ১১:৩৭ অপরাহ্ণ 450 বার দেখা হয়েছে বরগুনা অনলাইন : বরগুনা জেলা সঞ্চয় অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত এই কর্মকর্তা দুদিন আগে ভোলা থেকে বরগুনা এসেছেন। করোনা পজিটিভ রিপোর্ট আসার সাথে সাথেই তাকে হাসপাতালে নেয়া হয়েছে। ওই অফিসের সহকারী খবর শুনে অফিসে তালা মেরে পালিয়েছেন। অফিসটি লকডাউন করা হয়েছে। বরগুনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪১ জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার হুমায়ূন শাহিন খান জানিয়েছেন, শুক্রবার পর্যন্ত ১ হাজার ২৩০ জনের নমুনা পাঠানো হয়েছিল। যাদের মধ্যে ১ হাজার ১১০ জনের ফলাফল পাওয়া গেছে। বরগুনার করোনা আক্রান্ত রোগীদের মধ্যে ২৭ জন সুস্থ হয়েছেন। ২ জন মারা গেছেন। ১২ জন চিকিৎসাধীন। শেয়ার করতে আইকনে ক্লিক করুনTweetWhatsAppPrintআরো পড়ুন : বরগুনায় দুই কেজি গাঁজাসহ আটক ৩ কোভিড-১৯ বরগুনায় করোনা ২০২০-০৫-১৫ bakibillah