বরগুনা ও পটুয়াখালীতে ডাক বিভাগে অচলাবস্থা বিভাগঃ বাংলাদেশ সেপ্টেম্বর ২, ২০১৫; ২:০৬ অপরাহ্ণ 815 বার দেখা হয়েছে বরগুনা ও পটুয়াখালী জেলায় এক বছর ধরে নিয়মমাফিক ডাক আদান-প্রদান চলছে না। বরিশাল বিভাগ থেকে পটুয়াখালী ও বরগুনা লাইনের ডাক পরিবহনের গাড়িটি এক বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে। এ অবস্থায় অনিয়মিতভাবে যাত্রীবাহী বাস অথবা মাঝে মধ্যে খুলনা-বরিশাল লাইনের পরিবহনের গাড়ির সাহায্যে এ দুই জেলায় ডাক আদান-প্রদান কার্যক্রম চলছে। ফলে ২০টি মূল ও ৮০টির বেশি শাখা ডাকঘরের কার্যক্রম প্রায় স্থবির হয়ে রয়েছে। পোস্টমাস্টাররা আক্ষেপ করে জানান, গ্রাহকদের জরুরি চিঠিপত্র ১৪ থেকে ১৫ দিন দেরিতে পৌঁছাতে গেলে পিয়নরা নানা গঞ্জনার শিকার হচ্ছেন। চব্বিশ ঘণ্টার মধ্যে জিইপি পত্র বিলির নিয়ম থাকলেও এক সপ্তাহের আগে তা বিলি করা সম্ভব হচ্ছে না। জানা গেছে, বরিশাল থেকে পটুয়াখালী হয়ে বরগুনার কমপক্ষে ১০০ ডাকঘরে ডাক আদান-প্রদানের জন্য একটি কাভার্ডভ্যান রয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে সেটি এক বছরের বেশি সময় ধরে অচল হয়ে পড়ে আছে। এ ব্যাপারে বরিশাল ডাক বিভাগের তত্ত্বাবধায়ক আবুল হোসেন মোল্লা জানান, খুব শিগগিরই স্থবিরতা নিরসন করা হবে। শেয়ার করতে আইকনে ক্লিক করুনTweetWhatsAppPrintআরো পড়ুন : এইস, নাপাসহ ৫১ ওষুধ নিষিদ্ধ ডাক বরগুনা ২০১৫-০৯-০২ Barguna Online