Home » আমার বরগুনা » পাথরঘাটা » বিষখালী নদ থেকে দুই হাজার বস্তা রসুন আটক

বিষখালী নদ থেকে দুই হাজার বস্তা রসুন আটক

বাংলাদেশ থেকে নৌপথে ভারতে পাচারকালে দুই হাজার বস্তা রসুনসহ একটি ট্রলার আটক করেছে পাথরঘাটা কোস্টগার্ড। রোববার রাত ২টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদের বাইনচটকী এলাকা থেকে ট্রলারটি আটক করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এস এ রউফ জানান, রাতে পাথরঘাটা থেকে ২৫ কিলোমিটার দক্ষিণে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে নিয়মিত টহল দেয়ার সময় এফবি `মা` নামে একটি ট্রলার দেখে সন্দেহ হয় কোস্টগার্ড সদস্যদের। এ সময় কোস্টগার্ড সদস্যরা ট্রলারটিকে ধাওয়া করলে বিষখালী নদীর বাইনচটকী এলাকায় এসে ট্রলারে থাকা লোকজন ট্রলারটিকে তীরে রেখে দৌঁড়ে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটিতে রসুন বোঝাই দেখতে পেয়ে আটক করে পাথরঘাটায় নিয়ে আসে।

তিনি আরো জানান, এসব রসুন বাংলাদেশ থেকে নৌপথে ভারতে পাচার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। এছাড়া নৌপথে গ্যাস সিলিন্ডার পাচার করা হচ্ছে- বলেও তথ্য রয়েছে কোস্টগার্ডের কাছে। আটক করা রসুন বরিশাল কাস্টমসে হস্তান্তর করা হবে বলেও জানান এই কোস্টগার্ডে এই কর্মকর্তা।