বেতাগীতে বিষপানে গৃহবধূর আত্মহত্যা বিভাগঃ বেতাগী জুন ৩০, ২০২০; ৬:২২ অপরাহ্ণ 299 বার দেখা হয়েছে মো: কামাল হোসেন খান, বেতাগী : বরগুনার বেতাগীতে চায়না রাণী (২৭) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। তিনি উপজেলার হোসনাবাদ ইউনিয়নের উত্তর করুনা গ্রামের সঞ্জীব চন্দ্র হাওাদারের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে হঠাৎ বিষপান করে গৃহবধূ চায়না রাণী। দ্রুত তাকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয় বেতাগী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, পুলিশ খবর পেয়ে লাশ থানায় নিয়ে আসে। পারিবারিক কোন্দলের কারণে বিষপান করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্টে বুঝা যাবে কিভাবে এ মৃত্যু হয়েছে।’ এ ব্যাপারে বেতাগী থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। আরো পড়ুন : বিভাগীয় নৃত্যে প্রথম বরগুনার নদীশেয়ার করতে আইকনে ক্লিক করুনTweetWhatsAppPrint ২০২০-০৬-৩০ bakibillah