বেতাগী ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছাব্বির বহিস্কার

সাব্বির

গোলাম কিবরিয়া,বরগুনা : বরগুনার বেতাগী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল এনামুল ইসলাম ছাব্বির আকনকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর থেকে সাংগঠনিক নিয়ম অনুযায়ী সকল কার্যক্রমে অংশগ্রহণ না করায় সাংগঠনিক অবহেলা প্রমাণিত হওয়ায় তাকে তার স্বপদ থেকে অব্যহতি প্রদান করা হয়।

একই সাথে চলমান কমিটির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়কে (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

আজ রবিবার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক ও সাধারণ সম্পাদক তানভীর হোসাইন এর যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে সাংগঠনিক কাজে অবহেলার কারণে সাব্বির আকনকে বহিষ্কার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *