ভাড়ানি খালের দু’পাড়ে উচ্ছেদ অভিযান বিভাগঃ বরগুনা সদর এপ্রিল ৯, ২০১৯; ১২:০৯ অপরাহ্ণ 449 বার দেখা হয়েছে এলাকাবাসীর দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর উচ্চ আদালতের নির্দেশে অবশেষে অবৈধ স্থাপনা ভেঙে বরগুনার ভাড়ানী খাল উদ্ধার অভিযানে নেমেছে বরগুনা জেলা প্রশাসন। র্যাব, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে একটি টিম সোমবার দুপুরে এ উদ্ধার অভিযানে নামে। উদ্ধার অভিযানে নেতৃত্বে থাকা বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন জানান, খালটি উদ্ধার করতে উচ্চ আদালতের নির্দেশ রয়েছে। খাল দখলদারদের দোকানপাট সরিয়ে নিতে সোমবার দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল বরগুনা জেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী স্বল্পসংখ্যক দোকানপাট সরিয়ে নিলেও সিংহভাগ দোকানপাট সরিয়ে নেননি দোকান মালিকরা। তাই খাল দখল করে নির্মাণ করা সেসব দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু করেছে বরগুনা প্রশাসন। শেয়ার করতে আইকনে ক্লিক করুনTweetWhatsAppPrintআরো পড়ুন : ছবি তুলে ভাগ্য ফিরল সুমি রানী বালার ২০১৯-০৪-০৯ bakibillah