রিফাত হত্যা : অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বিভাগঃ বরগুনা সদর অক্টোবর ২৭, ২০২০; ৬:১৯ অপরাহ্ণ 311 বার দেখা হয়েছে বরগুনা অনলাইন : বরগুনায় রিফাত হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক ১৪ জন আসামীর মধ্যে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। ছয় জনকে দশ বছর, চারজনের পাঁচ বছর এবং একজনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বাকি তিনজনকে খালাস দেয়া হয়েছে। বরগুনা থেকে দণ্ডপ্রাপ্তদের এখন যশোরের কিশোর সংশোধনাগারে পাঠানো হবে। এই মামলায় মোট ২৪ জন আসামি ছিলেন। যার মধ্যে প্রথম দফায় প্রাপ্তবয়স্ক ১০ জনের রায় দেয়া হয়। গত ৩০শে সেপ্টেম্বর চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় স্থানীয় একটি আদালত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয় জন আসামির মৃত্যুদণ্ড দেয়। মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ নয়ন, যিনি ‘নয়ন বন্ড’ নামে পরিচিত, তিনি আগেই পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। আরো পড়ুন : চাঁদাবাজি: যুবলীগ নেতাকে পুলিশের শাসানোর ভিডিও ভাইরালপনের মাস আগে গত বছরের ২৬শে জুন বরগুনার কলেজ রোড এলাকায় দিনের বেলা কয়েকজন যুবক রিফাত শরীফের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। রিফাত শরীফের সাথে সে সময় তার স্ত্রী মিন্নিও ছিলেন। ওই সময় তার স্ত্রী আয়েশা আক্তারকে একাই দুর্বৃত্তদের হামলা থেকে স্বামীকে বাঁচানোর চেষ্টা করতে দেখা যায় ভিডিও ফুটেজে। হত্যাকাণ্ডের ঘটনা অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন বলে ভিডিওতে দেখা যায় এবং এই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। এই ঘটনার তদন্ত নাটকীয় মোড় নেয় যখন হত্যাকাণ্ডের ২১ দিন পরে রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে পুলিশ গ্রেফতার করে। এর আগে নিহত রিফাত শরীফের বাবা তার ছেলে হত্যার সাথে মিন্নির জড়িত থাকার অভিযোগ তুলেছিলেন। আরো পড়ুন : বরগুনায় দুই কেজি গাঁজাসহ আটক ৩ শেয়ার করতে আইকনে ক্লিক করুনTweetWhatsAppPrint ২০২০-১০-২৭ bakibillah