আমফানের পর এবার বরগুনায় আগুনের তাণ্ডব বিভাগঃ বরগুনা সদর মে ২১, ২০২০; ১১:৫০ অপরাহ্ণ 386 বার দেখা হয়েছে গোলাম কিবরিয়া, বার্তা সম্পাদক : করোনার কারণে দোকানপাট খুলতে পারেন না সাধারণ দোকানীরা। তার উপরে গত দুদিন ধরে সুপার সাইক্লোন আমফানের তাণ্ডব। এরই মধ্যে বৃহস্পতিবার রাত আটটার দিকে বরগুনা শহরে এক অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৮টি দোকান। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বরগুনা শহরের বাকালি পট্টি এলাকার একটি মুদি দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপরই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসব দোকানের মধ্যে একাধিক মুদির দোকান, মুদি দোকানের গোডাউন, জুতোর দোকান, হোমিও চেম্বারসহ একটি গুড়ের দোকান রয়েছে বলে জানা গেছে। আরো পড়ুন : গণধর্ষণ মামলায় স্বাক্ষীর যাবজ্জীবন কারাদণ্ডবরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, প্রাথমিকভাবে ৮টি দোকান পুড়ে গেছে বলে তথ্য পাওয়া গেছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণের কাজ চলছে বলেও তিনি জানান। শেয়ার করতে আইকনে ক্লিক করুনTweetWhatsAppPrint ২০২০-০৫-২১ bakibillah