বরগুনা অনলাইন : করোনাভাইরাসে আক্রান্ত বরগুনার আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম নূরুল হক তালুকদার মারা গেছেন।
শনিবার সকালে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী জানিয়েছেন।
৫৮ বছর বয়সী নূরুল হক বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
স্বাস্থ্য কর্মকর্তা শংকর বলেন, নূরুল হক জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে গত ২৪ জুন তাদের হাসপাতালে আসেন। অবস্থার অবনতি হলে তাকে পরদিন সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বারডেম হাসপাতালে পাঠানো হয়। তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। পরে করোনাভাইরাস পরীক্ষায় তার পজিটিভ আসে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির।