ধারের টাকা ফেরত চাওয়ায় বৃদ্ধার বাগান উজাড় বিভাগঃ বরগুনা সদর জুন ৭, ২০২০; ১১:১৩ অপরাহ্ণ 398 বার দেখা হয়েছে মো: মিরাজ খান : বরগুনায় ধারের টাকা চাওয়ায় এক বৃদ্ধার বাগানের গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ। শনিবার গভীর রাতে সদর উপজেলার এক নম্বর বদরখালী ইউনিয়নের পাতাকাটা ৭ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধা ফাতিমা বেগমের ছেলে মো. রুস্তুম আলীর কাছ থেকে মো. হাবিবুর রহমান মাতুব্বর ৩ লাখ ৫০ হাজার টাকা ধার নেয়। এরপর তা পরিশোধ না করে টালবাহানা শুরু করে। পরে ভুক্তভোগী মামলা করলে ওই ঘটনার জের ধরে শনিবার রাতে হাবিবুর রহমানের লোকজন বৃদ্ধার প্রায় শতাধিক মেহগনি গাছ কেটে ফেলে। ফাতিমা বেগম জানান, আমি খুব অসহায়। আমার ছেলেরা ঢাকায় থাকে। আমাদের টাকা ধার নেয়ার পর তারা কেন এমন করছে? আমাদেরকে মেরে ফেলতে চায় তারা। আমরা তাদের বিচার চাই। আরো পড়ুন : রিফাত হত্যা : অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় ২৭ অক্টোবরএ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরজিত কুমার ঘোষ বলেন, এ পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। শেয়ার করতে আইকনে ক্লিক করুনTweetWhatsAppPrint ২০২০-০৬-০৭ bakibillah