নাজমুল হাসান মিরাজ: মহান মুক্তিযুদ্ধে বরগুনা জেলার বীর মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধকালীন স্মৃতিচারণ নিয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বরগুনা ১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু প্রধান অতিথি হিসেবে এই বইয়ের মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন- পুলিশ সুপার মারুফ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, পৌর মেয়র শাহাদাত হোসেন, পৌরসভার সাবেক মেয়র এডভোকেট মোঃ শাহজাহান মিয়া, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আলহাজ আব্দুর রশিদ, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মোতালেব মৃধা, মুক্তিযোদ্ধা সুখরঞ্জন শীল, সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাস, জেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু, সাংবাদিক চিত্তরঞ্জন শীল, টেলিভিশন সাংবাদিক ফোরাম সভাপতি সোহেল হাফিজ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মজিবুল হক, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার এম এ আজিম প্রমুখ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর হোসেন সজল অনুষ্ঠান পরিচালনা করেন।