বরগুনা অনলাইন : বরগুনা জেনারেল হাসপাতালের কোয়ারেন্টাইনে থাকা একজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এ নিয়ে জেলায় আক্রান্ত হয়েছেন চারজন।
মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বরগুনা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব উদ্দিন। আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি সদর উপজেলার ঢলুয়া ইউপির লেমুয়া খাজুরা গ্রামে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব জানান, ১০ মার্চ নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসেন ওই ব্যক্তি। এরপর ১২ মার্চ জ্বর-কাশি নিয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হলে তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়। দুইদিন আগে তার নমুনা আইইডিসিআর-এ পাঠানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় তার রিপোর্ট পজিটিভ আসে। পরে তাকে আইসোলেশন ইউনিটে রাখা হয়।
বরগুনার ডিসি মোস্তাইন বিল্লাহ জানান, আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। প্রয়োজনে আরো কয়েকটি বাড়ি লকডাউন করা হবে।