বরগুনায় কমিউনিটি পুলিশিং ডে ও আলোচনা সভা বিভাগঃ বরগুনা সদর অক্টোবর ৩১, ২০২০; ৭:৪৩ অপরাহ্ণ 358 বার দেখা হয়েছে গোলাম কিবরিয়া, বার্তা সম্পাদক : ‘মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’ স্লোগান নিয়ে বরগুনায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে। এ দিবস উপলক্ষে শনিবার সকালে বরগুনা পুলিশ লাইন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মারুফ হোসেন। বরগুনা জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শওকত হাচানুর রহমান রিমন সাংসদ সদস্য বরগুনা-২ (বামনা,পাথরঘা, বেতাগী), বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, ডা. হুমায়ুন শাহিন খান,বীর মুক্তিযোদ্ধা মোতালেব মৃধা,পৌর মেয়র শাহাদাত হোসেন, উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির সহ জেলার সকল উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান। প্রধান অতিথি বলেন, পুলিশ এবং জনগণ একযোগে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। এতে পুলিশিং অনেক সহজ হয়েছে। সমাজে অপরাধ প্রবণতাও কমে আসছে। আরো পড়ুন : ইয়াবা সেবনকালে ইউপি চেয়ারম্যানসহ আটক ৩বক্তারা বলেন, এক সময় বরগুনা জেলা ছিলো রক্তাক্ত জনপদ। সে দুর্নাম এখন আর নেই। জেলায় আগের চেয়ে আইনশৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। কমিউনিটি পুলিশিং ফোরাম জেলা পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। এতে জেলার আইনশৃঙ্খলা আরো উন্নত হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। শেয়ার করতে আইকনে ক্লিক করুনTweetWhatsAppPrint ২০২০-১০-৩১ bakibillah