বরগুনায় যুবককে কুপিয়ে হত্যা বিভাগঃ বরগুনা সদর নভেম্বর ৯, ২০১৫; ১১:৪৬ অপরাহ্ণ 732 বার দেখা হয়েছে বরগুনা অনলাইন : বরগুনায় রাজু (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের পায়রা নদীসংলগ্ন একটি বেড়িবাঁধের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত রাজু বুড়িরচর ইউনিয়নের দরিদ্র রিকশাচালক শাহজাহান মৃধার ছেলে। তিনি একটি খাদ্যপণ্য বিক্রয় প্রতিষ্ঠানের স্থানীয় বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। স্থানীয়রা জানায়, বেড়িবাঁধের ওপর দিয়ে যাওয়ার সময় একজন মোটরসাইকেল আরোহী প্রথমে রাজুর লাশ দেখে স্থানীয়দের খবর দেন। খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বরগুনা থানার ওসি রিয়াজ হোসেন পিপিএম জানান, নিহত যুবকের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি। শেয়ার করতে আইকনে ক্লিক করুনTweetWhatsAppPrintআরো পড়ুন : করোনার উপসর্গ নিয়ে বরগুনায় আরেকজনের মৃত্যু, যেতে পারলেন না হাসপাতালে হত্যা ২০১৫-১১-০৯ Barguna Online