বরগুনায় ভিটামিন এ ক্যাপসুল খাবে ১ লাখ ১৫ হাজার শিশু

বরগুনার ৬টি উপজেলায় ১ লাখ ১৫ হাজার ৬৫১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১৩ হাজার ১৪ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ১ লাখ ২ হাজার ৬৩৭ জন।

সোমবার দুপুর ১২টার দিকে বরগুনা সিভিল সার্জনের কার্যালয়ে আগামী ১৪ নভেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন ডা. মো. রুস্তম আলীর সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন মেডিকেল অফিসার মো. ইউনুছ আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *