বরগুনায় হাতকড়া নিয়ে মাদক ব্যবসায়ীর পলায়ন

বরগুনায় হাতকড়া নিয়ে মাদক ব্যবসায়ীর পলায়ন

গোলাম কিবরিয়া, বার্তা সম্পাদক : বরগুনা সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের বাবুগঞ্জ পুলিশ ফাড়ির সদস্যরা গাঁজাসহ ওয়ার্ড যুবলীগ সভাপতি মিরাজ গাজী প্রিন্স ও তার সহযোগী কাশেমকে আটক করে। পরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়ে যায় মিরাজ গাজী।

এ ঘটনায় মঙ্গলবার বাবুগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ ইনেসপেক্টর রনজিৎ কুমার দাসসহ দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। প্রত্যাহার করা অন্য দুইজন হলেন সহকারী পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম ও কনষ্টেবল তৌহিদুল। ওই পুলিশ ফাড়িতে পরিদর্শক সঞ্জয় কুমার মজুমদারকে দায়িত্ব দেয়া হয়েছে।

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলাম বলেন, বাবুগঞ্জ পুলিশ ফাড়ির তিন সদস্যকে লাইনে নিয়ে আসা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে। তিনি আরো বলেন, তাদেরকে প্রত্যাহার করা হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *