বরগুনা পুলিশের ‘ব্লাড ব্যাংক’ সেবা শুরু বিভাগঃ বরগুনা সদর সেপ্টেম্বর ১৭, ২০১৫; ১:০০ পূর্বাহ্ণ 537 বার দেখা হয়েছে সেবাই পুলিশের ধর্ম। সেই শ্লোগানকে সমুজ্জল রাখার প্রত্যয়ে বরগুনা ‘পুলিশ লাইভ ব্লাড ব্যাংকের’ কার্যক্রম শুরু করেছে। আপনার এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে একজন মুমূর্ষু রোগীর জীবন’ এই স্লোগানকে সামনে রেখে পুলিশ বিভাগের ৬৩১ জন সদস্যের তালিকা নিয়ে ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘ব্লাড ব্যাংকটির’ কার্যক্রম। পুলিশ সুপার বিজয় বসাকের সভাপতিত্বে বরগুনা জেলা পুলিশের সম্মেলন কক্ষে ব্লাড ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. রুস্তম আলী, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি হাসানুর রহমান ঝন্টুসহ পুলিশ ও গণমাধ্যম কর্মীরা। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বিজয় বসাক পিপিএ বলেন, পুলিশ বিভাগের ৬৩১ জন সদস্যদের নিয়ে রক্তের গ্রুপের তালিকা করা হয়েছে। জরুরি প্রয়োজনে এ ব্লাড ব্যাংকের প্রত্যেক সদস্য রক্তদানের জন্য প্রস্তুত থাকবে। শেয়ার করতে আইকনে ক্লিক করুনTweetWhatsAppPrintআরো পড়ুন : বহুদিন পর প্রাণ ফিরছে বরগুনার ভারানী খালের ব্লাড ব্যাংক ২০১৫-০৯-১৭ Barguna Online