নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বরগুনা রিডিং ক্লাবের উদ্যোগে অনলাইন প্লাটফর্মে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ৩০ মার্চ রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত গুগল ফর্মে চলবে এ প্রতিযোগিতা।
কুইজের প্রশ্ন https://www.facebook.com/bargunareadingclub/ এই পেইজে পাওয়া যাবে। বিজয়ী ১০ জনের জন্য থাকবে আকর্ষণীয় ক্রেস্ট, সার্টিফিকেট, বই ও অন্যান্য গিফটসামগ্রী।
আয়োজনের সহযোগিতায় থাকছে ব্রাইট ডিজিটাল সাইন ও বরগুনা সরকারি গণগ্রন্থাগার। প্রতিযোগিতায় অংশ নিতে প্রি-রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন এখানে।
উল্লেখ্য, ৫ ফেব্রুয়ারি ২০২১ জাতীয় গণগ্রন্থাগার দিবসে বরগুনা রিডিং ক্লাবের যাত্রা শুরু হয়। বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান ক্লাবটির আনুষ্ঠানিক শুভসূচনা করেন।
সংগঠনটি ইতিমধ্যে সাপ্তাহিক পাঠক আড্ডা, সেমিনার আয়োজন, মাসিক বুক রিভিউ, গুরুত্বপূর্ণ দিবসসমূহে কুইজ প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতার আয়োজন, ছাত্র-ছাত্রীদের পাবলিক লাইব্রেরিমুখীকরণসহ নানা কার্যক্রম হাতে নিয়েছে।