রাফান জোমাদ্দার আকাশ :
বরগুনার বামনা উপজেলা সদরের পশ্চিম সফিপুর গ্রামের খলিল চৌধুরীর বসতঘরে গভীররাতে চুরি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে অবিনব কায়দায় ঘরের ভিতর সিধ দিয়ে নগদ বিশ হাজার টাকা, তিন ভরি স্বর্ন, ২টি মোবাইল, টিভি, লাগেজ, দামি কাপড়সহ প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে গেছে।
খলিলুর রহমান চৌধুরীর ছেলে মাইনুল ইসলাম চৌধুরী জানান, গভীর রাতে ১০/১৫ জনের একদল সংঘবদ্ধ চোর তাদের ঘরে সিধ দিয়ে নগদ ২০ হাজার টাকা, তিন ভরি স্বর্ন, টিভি, লাকিজসহ গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্রও নিয়ে যায়। এসময় বসত ঘরে ঘুমিয়ে থাকা তার বাবা খলিল চৌধুরী টের পেলে চোররা চলে যায়।
এ ঘটনা শুক্রবার সকালে বামনা থানাকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম বলেন, চুরির খবর পেয়ে তদন্ত করতে পুলিশ পাঠানো হয়েছে।