গোলাম কিবরিয়া : বরগুনা সদর উপজেলায় ভাতিজা খোকনের হাতুড়ির আঘাতে চাচা মজিবর নিহত হয়েছেন। নিহত মজিবরের ভাই সোহরাফ বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত খোকনসহ ৪ জনকে আটক করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের পশুয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানায়, দেড় মাস আগে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে মজিবর ও খোকনের মধ্য বিরোধের সৃষ্টি হয়। মঙ্গলবার দুপুরে মজিবর বাড়ির সামনে টিউবওয়েলে গোসল করতে গেলে মোবাইল চুরির জের ধরে চাচা-ভাতিজার মধ্য কথা কাটা-কাটি হয়।
এর এক পর্যায়ে ভাতিজা খোকন উপর্যুপরি মজিবরের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে মজিবর জ্ঞান হারান। তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, ঘটনার পরপরই প্রধান আসামি খোকনসহ চারজনকে আটক করা হয়েছে।