গোলাম কিবরিয়া, বার্তা সম্পাদক : বিজয় টেলিভিশনের ধামরাই প্রতিনিধি জুলহাস উদ্দিনকে হত্যা এবং সময় টেলিভিশনের কক্সবাজার স্টাফ রিপোর্টার সুজা উদ্দিন রুবেলকে হত্যাচেষ্টাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বরগুনা সাংবাদিক ইউনিয়ন।
সোমবার বেলা ১১টায় বরগুনার সিরাজ উদ্দিন সড়কে সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় সাংবাদিক নেতারা বলেন, সঠিক সাংবাদিকতা করতে গিয়ে প্রতিনিয়তই কুচক্রি মহলের রোশানলে পড়তে হয় সংবাদকর্মীদের।
বিজয় টেলিভিশনের ধামরাই প্রতিনিধি জুলহাস উদ্দিন হত্যার ঘটনায় দুজন গ্রেফতার হলেও বাকিরা রয়ে গেছে ধরা ছোয়ার বাইরে। এদিকে কক্সবাজারে পুলিশ সুপারে কার্যালয়ের নিকটে সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সুজা উদ্দিন রুবেলক হত্যা চেষ্টা চালানো হয়েছে। অথচ যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেফতার তো দূরে থাক, শনাক্তও করতে পারেনি পুলিশ।