স্কুলছাত্রীকে উত্যক্ত করায় তালতলীতে কিশোরের কারাদণ্ড

স্কুলছাত্রীকে উত্যক্ত করায় তালতলীতে কিশোরের কারাদণ্ড

বরগুনার তালতলী উপজেলার বগীরহাটে স্কুলছাত্রীকে উত্যক্ত ও তার বাবাকে মারধর করায় শাহিন নামে এক কিশোরকে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তালতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান রোববার রাত সাড়ে ৮ টার দিকে ভ্রাম্যমান আদালতে তাকে এ সাজা দেন।

জানা গেছে, বগীরহাট মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী তানজিলাকে (১২) একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শাহিন (১৬) রোববার বেলা ৩টার দিকে রাস্তায় আটকিয়ে উত্যক্ত করে। এর প্রতিবাদ করায় কিশোরীর বাবা মহসিন টেইলারকে শাহিন মারধর করে। এসময় নজরুল বিশ্বাসের ছেলে শাহিনকে ধরে স্কুলে আটকিয়ে রেখে প্রশাসনকে জানানো হয়।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানিয়েছেন, তিনি ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়েছেন। তিনি আরো জানিয়েছেন, এর আগেও শাহিন আরো ৩ স্কুলছাত্রীর শ্লীলতাহানী করেছে। স্বাক্ষ্য প্রমাণ ও শাহিনের দোষ স্বীকারের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমান আদালতে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

রাতেই শাহিনকে কারাগারে পাঠানো হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *