গোলাম কিবরিয়া : ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে দায়ের করা এক মামলায় বরগুনায় আরো ১ সাংবাদিকসহ দুইজনকে আটক করেছে পুলিশ । শুক্রবার রাতে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন।
এ মামলায় এ পর্যন্ত তিন সাংবাদিকসহ ৬ জনকে আটক করা হলো। আজ (শুক্রবার) রাতে আটক দুইজন হলেন- দৈনিক বরিশাল সমাচার ও সংবাদ প্রতিদিন ২৪ ডটকমের বরগুনা সংবাদাতা আসাদুল হক সবুজ ও রাব্বি। তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে।
বরগুনা সদর থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, বুধবার লামিয়া নামের এক নারী তাদের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় তাদের আটক করা হয়। এর আগে গত বুধবার (০৬মে) দুইজন সাংবাদিকসহ মোট চারজনকে আটক করা হয়েছিল। তারা হলেন দুই সাংবাদিক সুমন শিকদার, মীর জামাল, স্থানীয় চরকলোনীর রমিজ জাবের টিংকু ও ছগীর হোসেন টিটু।
উল্লেখ্য, লামিয়া নামের এক নারী ও তার মায়ের বিরুদ্ধে ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে মিথ্যা বানোয়াট গুজব ছড়ানোর অভিযোগে ৭জনকে আসামি করে বরগুনা সদর থানায় ডিজিটাল সুরক্ষা আইনের মামলায় করায় তাদেরকে আটক করা হয়েছে।