নিজস্ব প্রতিবেদক : নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, বরগুনা জেলার উদ্যোগে গরীব ও অসহায়দেরকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা অ্যাম্বাসেডর সালমান আবির, মানসুরা রিনা, বরগুনা জেলা শহরের স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের বরগুনা জেলার সদস্যবৃন্দ।
অনলাইনে উদ্যোক্তা তৈরির এই প্লাটফর্ম গত কয়েক বছর ধরে দেশের প্রাকৃতিক দুর্যোগে অসহায়, দুস্থ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। কারণ এই প্লাটফর্মে ৯০ দিনের উদ্যোক্তা তৈরি কোর্সে শুরুতেই শেখানো হয় ভালো মানুষিকতার চর্চা। এছাড়া মোট ১০টি স্কিল শেখানো হয় যা উদ্যোক্তা ও ব্যক্তি জীবনে অনেক গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, ফাউন্ডেশনের মেন্টর ইকবাল বাহার জাহিদের আহ্বানে দেশের অন্য জেলাগুলোতেও গরিব, অসহায় দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সংস্থাটির সদস্যরা।